|
প্রিন্টের সময়কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা


ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

বুধবার রাতে দুবাইয়ে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এই শীর্ষ সম্মেলনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
 

এসময় তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
 

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন।
 

দুই দিনের সফর শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫