ঢামেকের ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ

ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ২১২ নম্বর
মঙ্গলবার (৪ জুন) দুপুরে এই বাচ্চা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাচ্চার বাবা শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে আজ সকাল ১০টার দিকে আমার স্ত্রী সুখী আক্তারের জমজ দুটি কন্যা সন্তান হয়। আমার বড় মেয়ের জ্বর আসে এবং পাশে থাকা এক নারী বলেন, আমার কাছে বাচ্চাটি দিয়ে আপনি বড় মেয়ের জন্য ওষুধ নিয়ে আসেন। পরে আমি নাপা নিয়ে আবার ওয়ার্ডে ফিরে আসি। আমার মাকে জিজ্ঞেস করি, বাচ্চা কোথায়? পরে দেখি যে নারীর কাছে আমি বাচ্চা দিয়েছিলাম সেই নারী আর সেখানে নেই। পরে বিষয়টি আনসার সদস্যদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই।
হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজান বলেন, প্রাথমিকভাবে আমরা ঐ নবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এরপর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করি। পরবর্তীতে পুলিশ আসে। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই নবজাতককে উদ্ধারে তদন্ত শুরু করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। এরপর পুলিশ এসেছে এবং নবজাতকের বাবাকে ঘটনাস্থলে নিয়ে তদন্ত শুরু করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫