|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৩:২৩ অপরাহ্ণ

ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি: পাকিস্তানি নম্বর থেকে বার্তা


ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি: পাকিস্তানি নম্বর থেকে বার্তা


ঢাকা প্রেস নিউজ



পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা যায়।

 

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি পাঠানো হয়। বার্তায় উল্লেখ ছিল যে, রোম থেকে ঢাকাগামী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে এবং তা শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে পাঠানো হয়েছে বলে দাবি করা হলেও এটি হুমকিসূচক ছিল।

 

হুমকির বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে বারবার ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাওয়া হয়। চ্যাটে বিস্ফোরক কারা রেখেছে জানতে চাইলে জবাবে বলা হয়, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য কোনো বিরোধী পক্ষ এ কাজ করতে পারে।

 

হুমকি পাওয়ার পরপরই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ২৫০ যাত্রীসহ রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ ফ্লাইটটিকে জরুরি অবতরণ করায়। যাত্রীদের নিরাপত্তার জন্য তাদের টার্মিনালে রাখা হয়।

 

বিমান ও যাত্রীদের লাগেজ, ব্যাগসহ সম্পূর্ণ তল্লাশি চালানো হয়। তবে কোনো বোমা, বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইমিগ্রেশন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয় এবং পুরো এলাকা সতর্কতার আওতায় আনা হয়।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলোর কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিষয়টি এখনো তদন্তাধীন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫