|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক আর কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের


সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক আর কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের


সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন শিক্ষক আর কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভুয়া দলের ভুয়া কর্মসূচি। আন্দোলন আর কবে হবে? আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কোটা আর শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি। এই পরজীবী আন্দোলন কখনো সফল হবে না। আন্দোলনের হাট ভেঙে বিএনপি পরজীবী হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির মনের জোর কমে গেছে। তবে বেড়েছে গলার জোর।

 

শক্তি যত কমে, মুখের বিষ তত উগ্র হয়ে ওঠে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাদের মুখের কোনো লাগাম নেই, রাজনীতিতে বিএনপি বেপরোয়া চালক। এখন খালেদা জিয়ার বদলে বিএনপি চালায় তারেক রহমান। ফখরুলসহ বিএনপির সবাই এখন তারেক আতংকে আছে।

 

ওবায়দুল কাদের বলেন, যে দলের নেত্রী ভারত গিয়ে গঙ্গার পানির হিস্যার কথা বলতে ভুলে গিয়েছিলেন, সেই বিএনপির নেতারা এখন কোন মুখে পানি চুক্তির কথা বলেন। তিনি বলেন, বিএনপি আবার আগুন সন্ত্রাস করতে এলে খবর আছে। আন্দোলনে আপত্তি নেই, কিন্তু আগুন সন্ত্রাস ও রাস্তা বন্ধ করে সমাবেশ করলে খবর আছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫