মারা গেছেন চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল

চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে ৭ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বুধবার (৮ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’ এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫