|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ

ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম, পদত্যাগের দাবি ইনকিলাব মঞ্চের


ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম, পদত্যাগের দাবি ইনকিলাব মঞ্চের


ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনসম্মুখে জানাতে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ দাবি করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
 

শনিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
 

বক্তব্যে তিনি বলেন, শরিফ ওসমান হাদিকে এক সপ্তাহ আগে গুলি করে হত্যা করা হলেও এখন পর্যন্ত হত্যাকারী গ্রেপ্তার হয়নি। সরকারের পক্ষ থেকেও হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। তার দাবি, এই হত্যাকাণ্ডে একক ব্যক্তি নয়, বরং একটি সংঘবদ্ধ চক্র জড়িত।
 

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারীসহ পুরো চক্রকে বিচারের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জনসম্মুখে এসে গত এক সপ্তাহে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জানাতে হবে। তা না হলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
 

তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কোনোভাবেই শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেবে না। তার রক্তের মধ্য দিয়েই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়বিচারের জন্য প্রয়োজনে জীবন দিতেও তারা প্রস্তুত।
 

এ সময় তিনি আরও জানান, প্রয়োজনে হাদির পরিবারের আরও সদস্য রক্ত দিতে প্রস্তুত থাকলেও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
 

বক্তব্যের শেষাংশে আব্দুল্লাহ আল জাবের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কারও উসকানিতে সহিংসতায় জড়ানো যাবে না। সংগঠনের পক্ষ থেকেই পরবর্তী কর্মসূচি ও করণীয় জানানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫