ঢাকায় বস্তি থাকবে না, রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রেসঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় আর কোনো বস্তি থাকবে না। সুন্দর পরিবেশে সকলকে বসবাসের ব্যবস্থা করা হবে। শুধু ধনীরা ই ফ্ল্যাটে থাকবে, এমনটা হবে না। রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর সকলেই ফ্ল্যাটে বসবাস করবেন।
বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বস্তিতে যে রকম ভাড়া, সেই রকম ভাড়াই দিয়ে তারা ফ্ল্যাটে থাকতে পারবেন। ইতিমধ্যেই ৩০০ পরিবারকে এভাবে ফ্ল্যাটে তোলা হয়েছে। প্রতিদিন, সপ্তাহে, মাসে যেকোনোভাবে ভাড়া দেওয়ার সুযোগ থাকবে।
পরিবেশ রক্ষার জন্য প্রধানমন্ত্রী সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। যাদের জমি আছে, তারা যেন ফুলের গাছ ও ফলের গাছ লাগান। গ্রামের বাড়িতে যেন অনাবাদি জমি না থাকে, সেদিকেও দৃষ্টি দিতে হবে।
এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম বক্তব্য দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫