ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেটে শিক্ষার্থীদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেট ভবন ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর।
মঙ্গলবার সকাল থেকেই প্রার্থীরা একে একে সিনেট ভবনে আসতে শুরু করেন। দুপুরের পর ভিড় আরও বেড়ে যায়। এক পর্যায়ে ভবনের ভেতরে দাঁড়ানোর জায়গা সংকট দেখা দেয়।
সরেজমিনে দেখা গেছে, শুধু বড় রাজনৈতিক সংগঠনের প্রার্থীরাই নন, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও বহু শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল বেশ চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদ থেকে আগত শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মনোনয়ন সংগ্রহ করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, “গতকাল ব্যস্ততার কারণে আসতে পারিনি। আজ সুযোগ পেয়েই মনোনয়ন নিয়েছি। সময়সীমা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এতে আমাদের মতো অনেকেই অংশগ্রহণের সুযোগ পেয়েছে।”
ছাত্রসংগঠনের একাধিক নেতাকর্মী জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী থেকে বড় রাজনৈতিক সংগঠন—সবাই তাদের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুতি নিচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আগ্রহী প্রার্থীর সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি। এটি প্রমাণ করে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে উদ্দীপ্ত।”
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫