|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ণ

মাওলানা রফিকুল ইসলাম খান: ক্ষমতা চিরস্থায়ী নয়


মাওলানা রফিকুল ইসলাম খান: ক্ষমতা চিরস্থায়ী নয়


ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় এক পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় এবং আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় দেশকে বিপর্যস্ত করেছে।

 

গত ১৫ বছরে তাকে উল্লাপাড়া-সলঙ্গা এলাকায় আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিরোধের ফলে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে এবং একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাসমুক্ত করা হবে।
 

শেখ হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হলেও জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন রফিকুল ইসলাম খান। তিনি সকলকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫