|
প্রিন্টের সময়কালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৫:০৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল, নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহ


নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল, নেতৃত্বে হাসনাত আব্দুল্লাহ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং জামায়াত–এনসিপি জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
 

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়ক উপকমিটির সেক্রেটারি আয়মান রাহাত প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬