জ্বালানির সংকটে বন্ধ গাজার বিদ্যুৎকেন্দ্র

জ্বালানির অভাবে বন্ধ হয়ে আছে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। এতে ভোগান্তিতে পড়েছে গাজাবাসী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করেছে। পাশাপাশি শহরটিতে বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা।
গাজা পাওয়ার কর্তৃপক্ষের প্রধান গালাল ইসমাইল বুধবার সিএনএনকে জানিয়েছেন, গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছে। গাজা বর্তমানে বিদ্যুৎহীন।
সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজাবাসীদের বিদ্যুতের জন্য জেনারেটরের ওপর নির্ভর করতে হবে যদি তাদের কাছে এগুলো চালানোর মতো জ্বালানী থাকে। ইসমাইল বলেন, তবে সীমান্তের চারপাশে অবরোধ থাকায় জেনারেটরগুলির কাজ করার জন্য প্রয়োজনীয় জ্বালানী শেষ হয়ে যাচ্ছে।
গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ‘মানবিক বিপর্যয়’ নেমে আসবে। এখানে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। ইতিমধ্যে হামাস–নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের অবরোধের কারণে ‘সব ধরনের পণ্য সরবরাহ ও সেবা’ ঝুঁকির মধ্যে পড়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫