|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৪ ০১:৪৭ অপরাহ্ণ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ


ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ


গত রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর দেশটির রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর বিবিসির। প্রতিবেদনে বল হয়, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল সোমবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

 

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী কারাকাসে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। কেউ কেউ পার্বত্য এলাকার বস্তি থেকে কয়েক মাইল পথ পায়ে হেঁটে রাজধানীতে আসেন। নির্বাচনের আগে পরিচালিত একাধিক জরিপে গঞ্জালেজের সুস্পষ্ট বিজয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে ভোট গণনা শেষে মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)।

 

মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে ‘জোচ্চুরি’ বলে অভিহিত করেছে বিরোধীরা। তাদের দাবি, বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। ভেনেজুয়েলায় ১১ বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। দেশটির অনেক মানুষ ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন-পীড়ন নিয়ে হতাশ, ক্ষুব্ধ। তাই অনেকে এবারের নির্বাচনে পরিবর্তন আশা করছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫