|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৭:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানালো চীন


ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানালো চীন


অনলাইন ডেস্ক:-

 

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার (২৭ এপ্রিল) টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে কথা বলেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস ও ভারতের এনডিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

কথোপকথনের সময় ওয়াং ই জানান, পাকিস্তানের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান।
 

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং আরও বলেন, চীন আশা করে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে এবং সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনে কাজ করবে। টেলিফোনে পাকিস্তানি মন্ত্রী ইসহাক দার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াং ইকে বিস্তারিত অবহিত করেন।
 

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া।
 

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সবার দায়িত্ব এবং চীন বরাবরই পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে আসছে।
 

এদিকে, হামলার ঘটনার পর গত তিন দিনে আটারি সীমান্ত দিয়ে মোট ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত ত্যাগ করেছে বলে এএনআইকে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫