৩১তম সেঞ্চুরি টেস্টে স্টিভেন স্মিথের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের পর শতক হাঁকালেন স্টিভেন স্মিথও। ওভালে প্রথম দিন শেষে ৯৫ রানে অপরাজিত ছিলেন স্মিথ। আজ দ্বিতীয় দিনে অবশ্য খুব বেশি সময় নেননি তিনি, প্রথম ওভারে জোড়া বাউন্ডারি মেরে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।
২২৯ বলে সেঞ্চুরি পূরণ করেন স্মিথ। তিনি থামেন ১২১ রানে। ২৬৮ বলে ১৯ চারের সাহায্যে এই ইনিংস খেলেন। এর আগে ১৬৩ রান করে সাজঘরে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান হেড। আজ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ক্যামেরন গ্রিন (৬) ও মিচেল স্টার্ক (৫)।
প্রতিবেদন লেখার সময় ৭ উইকেটে ৪২২ রান নিয়ে লাঞ্চে গেছে অস্ট্রেলিয়া দল। উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ২২ ও অধিনায়ক প্যাট কামিন্স ২ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামী ও শার্দুল ঠাকুর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫