চর রাজিবপুরে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ
রৌমারী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় হতদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মহিলা সমাজ উন্নয়ন কেন্দ্র (এমএসইউকে)-এর বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাই এলাকায় ১২টি পরিবারের মাঝে দুটি করে মোট ২৪টি ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণের পাশাপাশি উপকারভোগীদের জন্য ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি ছাগলের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি, এমএসইউকে সংস্থার সভাপতি মোছা: তাহমিনা খাতুন, সমন্বয়কারী মো: হারুন অর রশিদ, পশু চিকিৎসক মো: মিলন, মুভি বাংলা টিভির রৌমারী প্রতিনিধি শহিদুল্লাহ কাইছার লেবু, বিপিএম-এর সাধারণ সম্পাদক শাহ জামাল, এমএসইউকে সংস্থার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও মহিলা সমাজ উন্নয়ন কেন্দ্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চরাঞ্চলে পর্যাপ্ত চারণভূমি থাকায় এ ধরনের ছাগল বিতরণ কর্মসূচি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬