|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ আগu ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ণ

সীমান্তে ৯ বাংলাদেশি আটক: ভারতে অনুপ্রবেশের চেষ্টা


সীমান্তে ৯ বাংলাদেশি আটক: ভারতে অনুপ্রবেশের চেষ্টা


ঢাকা প্রেস
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগছ এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে রয়েছেন দিনাজপুরের খানসামা ও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা।
 

বিজিবি সূত্রে জানা যায়, আটকদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরিকল্পনা করছিল।
 

পরে আটকদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

আটকদের মধ্যে বেশিরভাগই দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। তেঁতুলিয়া উপজেলার একজন ব্যক্তিও আটক হয়েছেন। তাদের নাম ও বয়স নিম্নরূপ:

  • রমেশ দাস (৩৮)
  • আরতী দাস (৩৪)
  • পল্লব দাস (১২)
  • সুশিল দাস (৩৯)
  • পাতলী রানী দাস (৩৫)
  • সুবর্ণা দাস (১৪)
  • প্রান্ত দাস (১০)
  • পরিমল দাস (২৮)
  • সাইদুল (হনু) (তেঁতুলিয়া)

 

শুকানি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মোকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি অভিযান চালায় এবং আটকদের গোলাপদিগছ এলাকা থেকে আটক করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫