|
প্রিন্টের সময়কালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ

কারও কাছে পলিথিন পাওয়া গেলে জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা


কারও কাছে পলিথিন পাওয়া গেলে জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কারও কাছে পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হবে। এবারের মতো আর কাউকে ছাড় দেওয়া হবে না।
 

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ সতর্কবার্তা দেন।
 

রিজওয়ানা হাসান বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে এ আইন প্রয়োগ করা হবে। তিনি বলেন, “আমাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে পলিথিন ব্যবহার বন্ধ করতেই হবে। সরকার ভর্তুকি দিয়ে প্রায় সব সাইজের পাটের ব্যাগ সাশ্রয়ী দামে দিচ্ছে, শুধু বড় ব্যাগ ছাড়া। একটি ব্যাগ কিনলে অন্তত ছয় মাস থেকে এক বছর ব্যবহার করা সম্ভব। তাই আর অজুহাতের সুযোগ নেই।”
 

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “দেশ পরিবর্তন করতে হলে সবার আগে মনোভাবের পরিবর্তন জরুরি। আমরা সব ধরনের প্লাস্টিক নয়, কেবল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক—বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করতে চাই। বাংলাদেশ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের ব্যাগ নিষিদ্ধ করেছিল, অথচ ২০২৫ সালেও আমরা তা ব্যবহার করছি। এটি অত্যন্ত হতাশাজনক।”
 

তিনি জানান, মাছ, মাংস কিংবা শাকসবজি—সবকিছুই পাটের ব্যাগে বহন করা সম্ভব। ব্যাগ ধুয়ে পুনরায় ব্যবহার করা যাবে। এতে পরিবেশ বাঁচবে এবং ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকবে।
 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫