ফজরের নামাজ পড়তে যেয়ে নিখোঁজ; লাশ মিলল গোমতী নদীতে

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার উত্তরপাড়া কাজী বাড়ি সংলগ্ন শিবনগর গোমতী নদীর ব্রীজের নিচে আছমত আলী (৮০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত আছমত আলী উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকক্তলা গ্রামের নয়া বাড়ির মৃত: হামিদ আলীর পুত্র।
নিহতের ছোট ছেলে আল- আমিন জানান, আমার বাবা দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের বড় বোন পারভীন আক্তারের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই দেবীদ্বার পৌর এলাকার শিবনগর গোমতী নদীর ব্রীজের নিচে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার। ছবি দেখে চিনতে পারি নিহত ব্যাক্তি আমার বাবা।
নিহতের মেয়ে পারভীন আক্তার জানান, আমার বাবা প্রায় ২০ দিন পূর্বে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি শারিরীকভাবে অসুস্থ্য প্রায় দিন ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করেন, আজ সকালে নাস্তা খাওয়ার জন্য বাবাকে খুঁতে যেয়ে দেখি তিনি ঘরে নেই। ভাবলাম মসজিদে গেছেন, বিলম্ব হওয়ায় খোঁজতে থাকি। পরে জানতে পারি বাবার লাশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সকালে সংবাদ পেয়ে গোমতী নদীর উপর শিবনগর ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার করি। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫