ফরিদপুরে ট্রাক-অটোবাইক সংঘর্ষ: নিহত ২, আহত ৪

ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুর শহরের চুনারুঘাটা ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে শহরের দিকে যাওয়ার পথে চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সামনে থেকে একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন, যাদের মধ্যে দুইজন পরে মারা যান।
নিহতরা হলেন খলিল মণ্ডলেরহাটের আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও একই এলাকার লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (২৮)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসেম পাটাদার ও লাভলু শেখ মারা যান।
এদিকে, আহত চারজন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫