|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৩ ০১:১৭ অপরাহ্ণ

পানছড়িতে ‘ব্রুনাই কিং’ আমের একটির ওজন ৪ কেজি


পানছড়িতে ‘ব্রুনাই কিং’ আমের একটির ওজন ৪ কেজি


মের নাম ব্রুনাই কিং। ব্রুনাইয়ের রাজপরিবারের আম হিসেবে পরিচিত। সেই আম এখন শোভা পাচ্ছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির উগলছড়িতে। 

উপজেলার কলাবাগান এলাকার রুমেল মারমার মাধ্যমে খবর পেয়ে সরেজমিনে বাগানে গিয়ে দেখা মেলে রাজকীয় পরিবারের এই আমের। বাগান মালিকের অনুপস্থিতিতে রুমেল মারমা নিজেই এই প্রতিবেদককে তথ্য দেন। 

জানা যায়, বাগান মালিকের নাম শিবেন তালুকদার। নিজ নামীয় পাঁচ একর জায়গা সাজিয়েছেন ব্রুনাই কিং, সূর্য ডিম, কিউজাই, রেড ফালমার, চিয়াংমাই, কিং অব চাকাপাত ও বারোমাসি কাঁঠাল দিয়ে। বাগানে বিভিন্ন জাতের আমের পাশাপাশি একটি গাছে ঝুলছে চার কেজি ওজনের তিনটি দৃষ্টিনন্দন ব্রুনাই কিং আম।


ভারসাম্য রক্ষার জন্য আমের নিচে বাঁশের তৈরি খাঁচা দেওয়া হয়েছে। মোবাইলে কথা হলে শিবেন তালুকদার জানান, উন্নত জাতের আম দিয়েই বাগান সাজিয়েছেন। মূলত গ্রাফটিংয়ের মাধ্যমে জাত বৃদ্ধি করাই মূল লক্ষ্য। মাটি ও পরিবেশ অনুকূলে থাকায় প্রাথমিকভাবে সফলতা পেয়েছেন তাই সামনে ব্যাপক আকারে করার চিন্তা-ভাবনা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার বলেন, ব্রুনাই কিং পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়। পানছড়ির বিভিন্ন বাগানে এখন নতুন জাতের আমের দেখা মেলে। দিন দিন তা সম্প্রসারিত হচ্ছে। তবে বাগানচাষিরা এখন মিশ্র ফল বাগানের দিকে নজর দিচ্ছে বেশি। 

কৃষি উদ্যোক্তা আবদুল হালিম জানান, তার বাগানেও নানা জাতের আমের পাশাপাশি ব্রুনাই কিং রয়েছে। বর্তমানে প্রতিটির ওজন প্রায় তিন কেজির ওপরে। পাশাপাশি রয়েছে রেড অ্যাম্পায়ার, আমেরিকান রেড ফার্মার ও নামডকমাই চিমোয়াং জাতের আম।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫