লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর হত্যাকাণ্ড: গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুর সদর উপজেলার এক স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার কাজীর দিঘিরপাড় এলাকায় বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
রোববার (১০ নভেম্বর), বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার জুয়েলার্স ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচিতে অংশ নেন। তারা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। নিহতের পরিবারের সদস্যরাও মানববন্ধনে অংশ নিয়ে ন্যায়বিচারের দাবি জানান।
নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার কাজীর দিঘিরপাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক ছিলেন। ঘটনার দিন রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনা স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসনকে দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫