তারেক রহমানের আগমন ঘিরে কুমিল্লার ফুলতলী স্টেডিয়ামে বিএনপির মহাসমাবেশ-প্রস্তুতি পরিদর্শনে মনিরুল হক চৌধুরী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহাসমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-০৬ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা, উপজেলা ও মহানগর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ওলামাদল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মাঠ পরিদর্শনে অংশ নেন।

এ উপলক্ষে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ পৃথক বৈঠকে মিলিত হয়ে জনসভা সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে মঞ্চ নির্মাণ, সাংবাদিকদের জন্য আলাদা গ্যালারি স্থাপন, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও পুরাতন ট্রাংক রোডসংলগ্ন ফুলতলী স্টেডিয়ামের বিশাল মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ মহাসমাবেশ বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বাস্তব প্রতিফলন ঘটাবে।
তিনি আরও জানান, মাঠের দক্ষিণ পাশে প্রধান মঞ্চ নির্মাণ করা হবে এবং এর পাশেই সাংবাদিকদের জন্য পৃথক গ্যালারি স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের জন্য খুঁটি গাঁথার কাজ সম্পন্ন হয়েছে। জেলা বিএনপির যৌথসভাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটে ধারাবাহিক প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে। এ জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি ওয়াসিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সেক্রেটারি ওমর ফারুক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬