প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-
প্রেমের টানে সিরাজগঞ্জের কাজিপুরে এসেছেন এক চীনা যুবক, চেং নাং। তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন কাজিপুর উপজেলার বিয়ারা গ্রামের এক সন্তানের জননী অন্তরা খাতুনের সঙ্গে। ২২ নভেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর, অন্তরা খাতুনের বাবা আব্দুর রশিদের বাড়িতে অতিথি হিসেবে আসেন চীনা জামাতা চেং নাং।
২ ডিসেম্বর এই খবর প্রকাশিত হলে, চীনা জামাতাকে এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় জমান।
স্থানীয়রা জানান, বিগত ঈদুল আজহায় বনিবনা না হওয়ায় অন্তরা খাতুন তার স্বামীকে ডিভোর্স দেন। পরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। সেখানে একটি রেস্টুরেন্টে চেং নাং এর সঙ্গে তার পরিচয় হয়। প্রথম দেখাতেই অন্তরাকে পছন্দ করেন চেং নাং। এরপর মোবাইল নম্বর ও ফেসবুক আইডি আদান-প্রদান হয় এবং শুরু হয় তাদের সম্পর্ক। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে চেং নাং বিয়ের প্রস্তাব দেন অন্তরাকে। পারিবারিক সম্মতিতেই তাদের বিয়ে হয়। অন্তরা ও তার পরিবার ভিনদেশী জামাতাকে পেয়ে অত্যন্ত খুশি।
আজ সন্ধ্যায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
অন্তরা খাতুন বলেন, "আমি আমার মেয়েকে নিয়ে গাজীপুরের একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে চেং নাং আমাকে দেখে পছন্দ করেন। এরপর আমরা একে অপরের নম্বর ও সোশ্যাল মিডিয়া আইডি শেয়ার করি। আমাদের সম্পর্ক গভীর হয় এবং সে জানত আমি ডিভোর্সি এবং একটি নয় বছরের মেয়ে রয়েছে। তবুও সে আমাকে বিয়ে করতে সম্মত হয়। পরে আমি চেং নাংকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বললে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপরই আমাদের বিয়ে হয় এবং আমি খুবই খুশি।"
চীনা যুবক চেং নাং বলেন, "আমি অন্তরাকে বিয়ে করে খুশি। আমার পরিবারও এতে খুশি। কয়েক দিনের মধ্যে আমি তাকে চীনে নিয়ে যাব।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫