ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সংবাদ প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা ব্যক্তির মন্তব্য ব্যবহার করে চিকিৎসা সংক্রান্ত কোনো সংবাদ প্রচার বা প্রকাশ করা যাবে না।
সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কেবলমাত্র তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্যকেই আনুষ্ঠানিক বিবেচনা করা হবে। অন্য কোনো সূত্রের তথ্য বা মন্তব্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে।”
👉 সংবাদ প্রচারে যথাযথ সতর্কতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দলটি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫