অন্তর্বর্তী সরকারের প্রতি আসিফ আকবরের ৫ প্রশ্ন

প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ০১:১০ অপরাহ্ণ ০ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের প্রতি আসিফ আকবরের ৫ প্রশ্ন

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর শুধু গানের জন্যই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতির জন্যও পরিচিত। প্রায়ই তিনি প্রতিবাদ, মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবার তিনি অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচটি প্রশ্ন তুলে ধরেছেন।

রোববার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। আসিফের বক্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হলো:

আসিফের স্ট্যাটাস থেকে
"মিডিয়ায় বলেছিলাম, অন্তর্বর্তী সরকারের একশ দিন পূর্ণ না হলে আলোচনা-সমালোচনায় যাব না। নতুন সরকারকে একশ দিন সময় দেওয়া একধরনের সৌজন্যতা। আমার পক্ষ থেকে সেই সৌজন্যতা শেষ। এখন থেকে ভাল-মন্দ নিয়ে কথা বলতে হবে, পুরনো অভ্যাস। শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ—দুজনেই কুমিল্লার সন্তান এবং সরকারের প্রভাবশালী সদস্য। আপনাদের অভিনন্দন। এখন আসুন, পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করি।"

 

 

১. বিপিএলে কুমিল্লার অনুপস্থিতি

এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা দল নেই কেন? এ প্রশ্ন আমাকে বারবার করা হয়েছে। কুমিল্লার গর্ব, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, দয়া করে এর একটি সরল ব্যাখ্যা দিন।

২. ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও দেওয়া হয়নি কেন? এই অনিশ্চয়তার শেষ কোথায়? মূল কমিটি গঠনের পরিকল্পনা কী? ক্রীড়া ক্যালেন্ডার কীভাবে তৈরি হবে? স্থানীয় খেলাধুলা কার্যত বন্ধ। এর দ্রুত সমাধান প্রয়োজন।

৩. কুমিল্লা স্টেডিয়ামের দখল

কুমিল্লা স্টেডিয়াম ঢাকার ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবে বরাদ্দ দেওয়া হলো কেন? ঢাকার ক্লাব খেলে যাচ্ছে, আর কুমিল্লার খেলোয়াড়রা মাঠের বাইরে বসে আছে। ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠটি দখলে রেখেছে ফুটবল দল। এটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং কুমিল্লার খেলোয়াড় সৃষ্টির পথে বড় প্রতিবন্ধক। এর যৌক্তিকতা কী?

৪. কুমিল্লা বিভাগ গঠন

সাবেক স্বৈরাচার সরকার কুমিল্লা বিভাগ গঠনের ব্যাপারে নানা অজুহাতে গড়িমসি করেছিল। এখন অন্তর্বর্তী সরকারের অবস্থান কী? কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়? অগ্রগতি কতটুকু?

৫. কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু

কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া—এই ছয় জেলার প্রবাসীদের সংখ্যা অনেক। বহুদিন ধরেই কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালুর দাবি উঠেছে। এ বিষয়ে আপনাদের পরিকল্পনা কী?


"স্বাধীনতার পর থেকে কুমিল্লা জেলার জনগণ বড় বড় নেতা ও মন্ত্রী পেলেও বাস্তব উন্নয়ন সামান্য। মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া উল্লেখযোগ্য কোনো অবদান নেই। কুমিল্লাবাসীর পক্ষ থেকে উত্থাপিত এই জরুরি প্রশ্নগুলোর সদুত্তর আশা করছি।"