|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৯:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৭:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার


ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ২৮অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহ  নগরীর  মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
 

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।


অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার টিকাদান ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে টিসিভি (Typhoid Conjugated Vaccine) টিকা প্রদান করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫