পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনগুলোতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন—
-
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম
-
রেলওয়ে পুলিশ ঢাকা ইউনিটে সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম
-
শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন
-
পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারী চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সকল সুবিধা প্রাপ্ত হবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫