|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৫ ০৩:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ণ

পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
 

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনগুলোতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
 

বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন—

  • ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম

  • রেলওয়ে পুলিশ ঢাকা ইউনিটে সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম

  • শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন

  • পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম
     

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারী চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সকল সুবিধা প্রাপ্ত হবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫