কুমিল্লায় বন্যাবিধ্বস্ত মানুষের হাহাকার: ত্রাণ পৌঁছাচ্ছে না প্রত্যন্ত এলাকায়

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা জেলায় ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ। জেলার প্রায় ১০ লাখ মানুষ এখনও পানিবন্দি। ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হওয়ায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে।
জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী, জেলার ১৪টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। যদিও বেসরকারি হিসাবে পানিবন্দি মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি বলে জানা গেছে। গোমতী নদীর পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বাসিন্দা মঞ্জুর রহমান জানান, তাদের গ্রামে ৩ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি। ত্রাণ সহায়তা না পেয়ে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া জানিয়েছেন, দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে এবং জনগণের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫