জয় পেলেও সতর্কবার্তা বার্সার সামনে

স্পোর্টস ডেস্ক:-
লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেলেও বার্সেলোনার জন্য সেই জয় হয়ে উঠেছে এক সতর্কবার্তা। ক্যম্প ন্যুতে ম্যাচের ৪৬তম মিনিটে দানি অলমোর একমাত্র গোলে জয় পায় কাতালানরা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্ন তুলেছে বার্সার ধারাবাহিকতা নিয়ে।
এর আগে সেল্টা ভিগোর বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টিতে রাফিনিয়ার গোলে ৪-৩ ব্যবধানে কোনোমতে জয় পায় তারা। তারও আগে লেগানেসের বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জয়। লিগে টানা তিন ম্যাচে এমন কষ্টার্জিত জয়ই দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
যদিও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে হানসি ফ্লিকের দল, তবুও শিরোপা নিশ্চিত নয়। সামনে রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে রয়েছে ১১ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষ ভিয়ারিয়াল ও অ্যাথলেটিকো বিলবাও। এর মধ্যে রবার্ট লেভানডভস্কির ইনজুরি দলকে আরও চাপে ফেলেছে।
মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়েও মাত্র একটি গোল পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে বার্সার ফিনিশিং নিয়ে। যদিও কোচ ফ্লিক দলের খেলায় সন্তুষ্ট, তিনি বলেন, "আমরা ভালো খেলেছি, প্রচুর সুযোগ তৈরি করেছি এবং ক্লিনশিট রেখেছি। সব খেলোয়াড়ই অবদান রেখেছে, সেটাই গুরুত্বপূর্ণ।"
শিরোপা নির্ধারণী লড়াই যে রিয়াল ও বার্সার মধ্যেই হবে, তা স্বীকার করে ফ্লিক বলেন, "রিয়াল মাদ্রিদ ও আনচেলত্তির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তিনিই বিশ্বের অন্যতম সেরা কোচ।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫