|
প্রিন্টের সময়কালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৪ অপরাহ্ণ

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ চার চোর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এ তথ্য জানিয়েছেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার রাফিউল ইসলাম, মাঝিপাড়া এলাকার রকি ইসলাম, চকআমহাটি এলাকার শাহজাহান ও নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার জামাল শেখ।
 

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, ১৪ ডিসেম্বর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ির গ্রিল কেটে মোটরসাইকেল ও স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি রাকিবুল ইসলাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তালতলা হাফরাস্তা এলাকার জামালের ওয়ার্কশপ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫