জাতিসংঘের আশা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে

ঢাকা প্রেস নিউজ
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক মনে করেন, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা যা সম্ভব, অন্তর্বর্তী সরকার তাই করবে।
সোমবার (২৬ আগস্ট) এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে।"
ডুজাররিক আরও বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে।"
তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায়বিচার অনুসরণ করে দেশ পরিচালনা করবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার সরকার। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫