অতিবৃষ্টির কারনে পানি বন্দি অবস্থায় অসহায় জীবন যাপন। পৌরসভার নাগরিক সেবা পেতে আবেদন জানিয়েছেন সেবা বঞ্চিত সাংবাদিক পরিবার।

খুলনা জেলা প্রতিনিধি:-
পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসাবাসরত প্রেসক্লাব পাইকগাছার জয়েন্ট সেক্রেটারি গাজী আব্দুল আলীম বর্ষা মৌসুমের শুরু থেকেই পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করছেন।
তার বাড়ির ডান পাশের বাড়ী ঘরের পানি সরবরাহের পথ না থাকায় ঐ সব বাড়িঘরের জমে থাকা বৃষ্টির পানি ওভার ফ্লো হয়ে প্রতিবেশীর পুকুর ছাপিয়ে সাংবাদিক এর পুকুর তলিয়ে বসাবাস রত বাড়ি ঘরে পানি ছড়িয়ে পড়েছে। ফলে পানি ঘরের বারান্দায় প্রবেশ করে অন্যান্য ঘরে প্রবেশ করে ঘরে রক্ষিত আসবাবপত্র,পালঙ্ক, আলনা,ওয়ার্ড্রব জামাকাপড় ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী।
বাড়ি টি চৌরাস্তা মোড়ে অবস্থান করায় আশে পাশের একটি অঞ্চল এর পানি ড্রেনেজ ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ হয়। কিন্তু পার্শ্ববর্তী ডান পাশে বসাবাস রত প্রতিবেশীদের পানি সরবরাহের কোন ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকার কারণে তাদের প্লাবিত পানি ওভারে ফ্লো হয়ে পাশাপাশি ২টা পুকুর তলিয়ে সাংবাদিক এর বাড়ি ঘরে প্রবেশ করেছে।
ফলে দিনের পর দিন এভাবেই পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
তার বাড়ির ভিতরে জমে থাকা পানি বামপার্শে ড্রেনে নামিয়ে দেওয়ার জন্য বাড়ীর ভিতরে আভ্যন্তরীণ ভাবে লেবার দিয়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু সে সরবরাহ ব্যবস্থা ক্ষীণ এবং মন্ত্রর।কারন বাড়ির অবস্থান রাস্তা থেকে নীচু হওয়ায় পানি সরবরাহ ব্যবস্থা ব্যহত হচ্ছে।
এ সংকট ময় পরিস্থিতি উত্তোরনের জন্য প্রয়োজন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। অবস্থা পর্যবেক্ষণ পূর্বক সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন।
শূধু মেইন রাস্তার পাশে বসাবাস রত বাড়ি ঘর নয় একটু ভিতর বসাবাস রত প্রতি বেশি দের পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে পৌরসভা কতৃপক্ষের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক গাজী আব্দুল আলীম পরিবার।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫