|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৯:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ

মাদ্রাজী শাহ পাড় ক্রীড়া সংগঠনের (MPL) প্রিমিয়ার শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


মাদ্রাজী শাহ পাড় ক্রীড়া সংগঠনের (MPL) প্রিমিয়ার শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-


৩৯ নং ওয়ার্ডের মাদ্রাজী শাহ পাড় ক্রীড়া সংগঠনের উদ্যোগে সোমবার(১০ মার্চ )রাতে এই  ঘরোয়া ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন করে টুর্নামেন্টের (MPL) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সংগঠক ও রাজনৈতিক মোঃ মোজাদ বারেক।


 



উদ্বোধনী রাতে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে আলী শাহ খামার বাড়ি ওয়ারিয়র্স ৭ উইকেটে মাদ্রাজী শাহ পাড়া ক্রিকেটার্সের বিরুদ্ধে জয়লাভ করে। ব্যক্তিগত ৩২ রান ও একটি উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার জিতেছেন জয়ী দলের কাইয়ুম শেখ।

 



টুর্ণামেন্ট কমিটির সমন্বয়ক মোহাম্মদ মঈনুদ্দীন বারেকের সভাপতিত্বে ও সংগঠক মোঃ ইলিয়াসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন বেপজা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এমবিএম মুক্তাদির, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক সংগঠক মোঃ আব্দুর রহমান, মোঃ আব্বাস উদ্দিন, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠনের প্রচার সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, ক্রীড়া সংগঠক মুহাম্মদ মহসিন, মোঃ জামাল উদ্দিন, মোঃ ওয়াসিম, হেলাল উদ্দিন, উপদেষ্টা সদস্য মোঃ সাদেকুল আলম, প্রবাসী মোঃ আবুল কালাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইকবাল হোসেন ও আরিফ।
প্রতি রাতে (১০টা থেকে)  ৪ টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী ৫/৭ দিনের মধ্যে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে মাদ্রাজী শাহ পাড়া ক্রীড়া সংগঠনের এই ঘরোয়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্ত করা হবে। উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ভিত্তিক বিনোদন আয়োজন করে গেলে এলাকায় অপরাধ কর্মকাণ্ড রোধ সম্ভব হবে এবং কিশোর গ্যাং সহ বিভিন্ন ধরনের অনৈতিক চর্চা কমে যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫