|
প্রিন্টের সময়কালঃ ১৬ ডিসেম্বর ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ

মাদারগঞ্জে লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন


মাদারগঞ্জে লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:-
 


দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় মাদারগঞ্জ উপজেলার বালীজুড়ী পণ্ডিতপাড়া, ব্র্যাক অফিস মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ট্রেনিং সেন্টারটির কার্যক্রমের সূচনা করেন মাদারগঞ্জ মডেল থানার সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, পৌর বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, নূর মোহাম্মদ, আনিছ আহমেদ, আব্দুর রব বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 

লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মো. লাঞ্জু আকন্দ বলেন, এই প্রতিষ্ঠানে স্টিল ফিটার, পাইপ ফিটার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মেকানিক্যাল ওয়েল্ডিং এবং পাইপ ফ্যাব্রিকেটরসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক মানের ইন্সট্রাক্টরের মাধ্যমে বিদেশগামী প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
 

তিনি আরও জানান, দক্ষ জনশক্তি তৈরি করে নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানে সহায়তা করাই লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অঙ্গীকার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫