|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩১ অপরাহ্ণ

ইসরায়েলের তিন জিম্মি মুক্তির বিনিময়ে কারামুক্ত হলেন ৩৬৯ ফিলিস্তিনি


ইসরায়েলের তিন জিম্মি মুক্তির বিনিময়ে কারামুক্ত হলেন ৩৬৯ ফিলিস্তিনি


অনলাইন ডেস্ক:-

 

গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা, যা গত কয়েকদিনে তীব্র হয়ে উঠেছিল, তা অবশেষে কাটিয়ে উঠেছে।
 

রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হাতে বন্দি তিন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে যাচ্ছে শনিবার। এর বিনিময়ে ইসরায়েলের বন্দিশিবির থেকে মুক্তি পাচ্ছে ৩৬৯ জন ফিলিস্তিনি।
 

এর আগে হামাস আমেরিকান-ইসরায়েলি ইয়াইর হর্ন এবং রাশিয়ান-ইসরায়েলি সাগুই দেকেল-শেন ও সাশা ত্রুফানভ নামের তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি ঘোষণা করেছিল।
 

প্রথম ধাপে ছয় সপ্তাহের (৪২ দিন) যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ফের তিন জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ায় সেই শঙ্কা দূর হয়েছে।
 

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংলগ্ন কিবুতজ নির ওজ এলাকায় হামলা চালানোর সময় এই তিন ইসরায়েলিকে ধরে নিয়ে গিয়েছিল হামাস।
 

হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকির পর ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি একসময় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। হামাস অভিযোগ করেছিল যে, ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, যার প্রতিক্রিয়ায় হামাস আর কোনো জিম্মিকে মুক্তি না দেওয়ার হুমকি দিয়েছিল।
 

ইসরায়েলও পাল্টা যুদ্ধ শুরুর হুমকি দিয়ে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেয়।
 

গত সপ্তাহে হামাসের হাতে মুক্তি পাওয়া তিনজন জিম্মির দুর্ভোগের ছবি এবং তাদের ওপর নির্যাতনের খবর ফাঁস হওয়ার পর ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, এবং সরকারকে যুদ্ধবিরতি চুক্তি সচল রাখতে দাবি ওঠে।
 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেই এলাকার হস্তান্তরের আহ্বান জানালেও, যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ফিলিস্তিনি গোষ্ঠী ও আরব দেশগুলো এই প্রস্তাবকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে।
 

শনিবারের আগে হামাস ৩৩ জন জিম্মির মধ্যে ১৬ জনকে মুক্তি দিয়েছিল, যাদের মধ্যে পাঁচজন থাই নাগরিকও ছিলেন। বর্তমানে গাজায় ৭৬ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেক জীবিত বলে মনে করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫