রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে উলটে পরে লড়ি

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বিজয়পুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে পড়ে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলরুট ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সোয়া দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সকাল ৯টা ২০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও দুমরে মুচড়ে গেছে সিএনজিঅটোরিক্সা দু'টি। দুর্ঘটনা কবলিত লরিটিকে লালমাই হাইওয়ে ফাঁড়িতে উদ্ধার করেছে। ঢামেকে এক কয়েদির মৃত্যুঢামেকে এক কয়েদির মৃত্যু
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগী রেললাইনটি বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫