|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ণ

ইসলামের পথে চলার জন্য অভিনয় ছেড়ে সুখবর দিলেন সানা খান


ইসলামের পথে চলার জন্য অভিনয় ছেড়ে সুখবর দিলেন সানা খান


ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান, যিনি ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেছিলেন, আবারও সুখবর দিয়েছেন। সানা খান মুফতি আনাস সৈয়দের সঙ্গে সংসার শুরু করেছিলেন এবং ২০২৩ সালের জুলাই মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। দেড় বছরের মাথায় আবারও মা হতে চলেছেন এই প্রাক্তন অভিনেত্রী।
 


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সানা সংবাদটি শেয়ার করেছেন। প্রথম সন্তান সৈয়দ তারিক জামিলের বড় ভাই হওয়ার উত্তেজনার কথা জানিয়ে তিনি লেখেন, “সৈয়দ তারিক জামিল বড় ভাই হওয়ার জন্য উত্তেজিত।”
 

অন্য একটি পোস্টে সানা আরও লেখেন, “স্রষ্টা আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা শুধু সংখ্যায় নয়, মূল্যবোধের দিক দিয়েও সমৃদ্ধ হতে পারি। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।”
 

গত বছরের জুলাইয়ে প্রথম সন্তানের জন্মের পর, সানা আল্লাহর কাছে প্রার্থনা করে লিখেছিলেন, “আমরা আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার পেয়েছি। তিনি যখন উপহার দেন, তখন হৃদয় থেকে আশীর্বাদ করেন। তার আশীর্বাদেই আমরা পুত্রসন্তানের মা-বাবা হয়েছি। আপনাদের শুভকামনায় আমাদের পথ চলা আরও সুগম হয়েছে।”
 

প্রসঙ্গত, সানা ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর তিনি ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। ২০২০ সালে মুফতি আনাসকে বিয়ে করার পর বলিউড থেকে গুটিয়ে যান সানা। তখন তিনি জানিয়েছিলেন, বাকি জীবন ইসলামের পথে চলতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫