|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অলিভিয়ের জিরু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর


ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অলিভিয়ের জিরু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর


কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের পর আরও এক বিশ্বকাপজয়ী তারকা অবসরের ঘোষণা দিলেন। আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া এবং জার্মানির থমাস মুলারের পথ অনুসরণ করে ফ্রান্সের অলিভিয়ের জিরুও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।

জিরু তার অবসরের ঘোষণা দিয়েছেন সোমবার (১৫ জুলাই) রাতে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি হতে চলেছি ব্লুসদের (ফ্রান্স) প্রথম কোনো সমর্থক।"

১৩ বছর ধরে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলেছেন জিরু। এই সময়ে তিনি মোট ১৩৭ ম্যাচে ৫৭ গোল করেছেন। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জিরু।

জিরু ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৫১ গোলের রেকর্ড গড়ে তিনি এই কীর্তি অর্জন করেন।

অবসরের পর জিরু ক্লাব ফুটবলে খেলতে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি মার্কিন ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলছেন।

জিরুর অবসর ফ্রান্সের ফুটবলজগতে একটি বড় শূন্যতা তৈরি করবে। একজন অভিজ্ঞ ও দক্ষ স্ট্রাইকার হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫