|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৩ ০১:৫৯ অপরাহ্ণ

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


হান বিজয় দিবসে শনিবার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। 

গোয়ালন্দে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী প্রমুখ।

বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সংবর্ধনা অনুষ্ঠানে ই্নেও আবু রাসেল, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা বক্তব্য দেন।

কালাইয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আবুল হায়াত। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এ সময় পৌর মেয়র রাবেযা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সম্পদক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫