পতেঙ্গায় আদর্শ শিক্ষক ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন: শিশুদের ছোটবেলাতেই জীবন গড়ার তাগিদ দিতে হবে

হোসেন বাবলা, চট্টগ্রাম, ঢাকা প্রেস:-
চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় ‘আদর্শ শিক্ষক ফোরাম’-এর উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে উৎসাহমূলক বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে কাঠগড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস. এম. দিদারুল আলম এবং সঞ্চালনা করেন শিক্ষক স্বপন মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। তিনি বলেন,
“শিশু বয়সেই জীবন গড়ার তাগিদ দিতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, আদর্শ চরিত্র ও নৈতিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বর্ণশেখা আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আনিসুজ্জামান, আল আমিন আইডিয়াল স্কুলের প্রধান পরিচালক মোঃ এনায়েত হোসেন লিটন, পতেঙ্গা বিদ্যা নিকেতন কেজি অ্যান্ড হাই স্কুলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ দেলোয়ার হোসেন, আদর্শ শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, এবং সংগঠক মোঃ আবু রায়হান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫