|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৯ অপরাহ্ণ

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক


৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক


মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকা থেকে ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজন পুলিশ কনস্টেবলকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জাহাঙ্গীর আলম (৫০)। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত ছিলেন এবং এর আগে কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী হিসেবে থাকা জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জাহাঙ্গীর আলমের সাথে থাকা সিএনজি চালক শামসুল আলমকেও গ্রেপ্তার করা হয়। শামসুল উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫