ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সব ধরনের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার দল থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদানকে সম্মান জানিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ আগামী তিন মাসের জন্য স্থগিত থাকবে।
এর আগে গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। তিনি নোটিশের জবাব দেওয়ার জন্য সময় চাইলে আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি লিখিত জবাব জমা দেন।
চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়েছে, টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কোনো মন্তব্য না করেন।
কারণ দর্শানোর নোটিশের জবাবে ফজলুর রহমান লিখেছেন, “আমি বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ করিনি, করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সুবিচার পাব বলে আশা করছি এবং দলের বৃহত্তর স্বার্থে যেকোনো সিদ্ধান্তের প্রতি অনুগত থাকব।”
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫