|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৮ অপরাহ্ণ

নির্বাচন ও সংস্কার সবকিছু সম্পন্ন করব: ফারুক-ই-আজম


নির্বাচন ও সংস্কার সবকিছু সম্পন্ন করব: ফারুক-ই-আজম


ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, "আমরা সংস্কার এবং নির্বাচন, সবই সম্পন্ন করব।"
 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংস্কারের জন্য যেসব কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
 

উপদেষ্টা আরও বলেন, "যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।"
 

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া এডিসি সার্বিক মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারওয়ারসহ অন্যান্য অতিথিরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫