|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ণ

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই


বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই


ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রামের ছাতিয়ানগাছা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক কফিল উদ্দিনের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাঝগাঁও ইউনিয়নের এই দুর্ঘটনা ঘটে।

 

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত বাড়ির চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন গৃহকর্তা কফিল উদ্দিন।

 


 

সংবাদ পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সম্পূর্ণ ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান।
 

এদিকে, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন এবং পুনর্বাসনের বিষয়ে আশ্বাস দেন।
 

স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা জরুরি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫