|
প্রিন্টের সময়কালঃ ০১ জুলাই ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:১৩ অপরাহ্ণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫


ঢাকা প্রেস
সিরাজদিখান উপজেলা (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-


 

ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি বাড়ছে। আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
 

সোমবার, ২৩ ডিসেম্বর ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
 

প্রাথমিক তথ্যে জানা যায়, ঘন কুয়াশার মধ্যে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে আঘাত করে। ঠিক তখনই পেছনে থাকা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা এক নারী নিহত হন এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনার শিকার হয়।
 

এর আগে, ২২ ডিসেম্বর, রোববার মুন্সীগঞ্জের শ্রীনগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটে, যেখানে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫