|
প্রিন্টের সময়কালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০১:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৯:২২ অপরাহ্ণ

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা


পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা


পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
 

আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পর পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

পল্লবী থানার ওসি মফিজুর রহমানও গোলাম কিবরিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় পল্লবী সেকশন-১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া। সে সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক দোকানে প্রবেশ করে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫