|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প


ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প


অনলাইন ডেস্ক:-

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন।
 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা দেখতে চাই, এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব কিনা। হয়তো পারবো, হয়তো পারবো না, তবে আমি মনে করি আমাদের ভালো সম্ভাবনা রয়েছে।"
 

তিনি আরও বলেন, "মঙ্গলবার আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। ইতোমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে।"
 

গত সপ্তাহে ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন জানাতে পুতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প। তবে, উভয় পক্ষই যুদ্ধবিরতির আলোচনার পরও ভারী বিমান হামলা চালিয়ে গেছে এবং রাশিয়া পশ্চিম রুশ অঞ্চল কুরস্কে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার দিকে অগ্রসর হয়েছে।
 

ক্রেমলিনের পক্ষ থেকে রয়টার্সের অনুরোধে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫