জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেবে বিটিআরসি

১০ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে আগামী ১৮ জুলাই দেশের সকল মোবাইল গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডাটা প্রদানের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি ১৮ জুলাই গ্রাহকদের জন্য বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডাটা প্রদানের নির্দেশনা দিয়েছে।”
উল্লেখ্য, প্রতিবছর জুলাই মাসে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে স্মরণ করে নানা উদ্যোগ নেয়া হয়ে থাকে।
সূত্র: বাসস।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫