|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ণ

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত কমিটির পরিদর্শন


সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত কমিটির পরিদর্শন


রাঙামাটি প্রতিনিধি:-

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বুধবার দুপুরে কমিটির প্রধান, রাঙামাটির স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনসহ পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন জানিয়েছেন, ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
 

এদিকে, আজ সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি চাল, সাড়ে সাত হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
 

সোমবার দুপুরে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৭টি বসতঘর, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ পুড়ে যায়। এ ঘটনার পর জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যবসায়ীরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় শতকোটি টাকা। তাদের মতে, আগুনে ৩৪টি কটেজ ও রিসোর্ট পুড়ে গিয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫