|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৩ অপরাহ্ণ

ঢাকায় সোমবার বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা


ঢাকায় সোমবার বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা


ঢাকা প্রেস নিউজ

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার (২৩ ডিসেম্বর) শুরু হচ্ছে বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট। এই বিশেষ আয়োজনের জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিনটি নির্দেশনা জারি করেছে।
 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ২টা থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে।
 

এই উপলক্ষে শেরেবাংলা স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে ১টা দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে:
 

নির্দেশনাবলি:

১. মিরপুর-১ থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলো সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।
 

২. মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এলাকা অতিক্রমকারী যানবাহনসমূহ অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় ক্রসিং সড়ক ব্যবহার করবেন।
 

৩. আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনসমূহ মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে শ্যামলী শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং পর্যন্ত যাবে।
 

এই নির্দেশনাবলি কার্যকর করা হবে যাতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং যানজট এড়ানো যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫